আক্কেলপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিফাত হোসেন মেশকাতঃ
আক্কেলপুর জয়পুরহাট সংবাদদাতাঃ

জয়পুরহাটের আক্কেলপুরে পুকুরের পানিতে ডুবে ওমর আলী (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি পৌর এলাকার হাস্তাবসন্তপুর আবাসনের সানোয়ার হোসেনের ছেলে। 

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, হাস্তাবসন্তপুর আবাসনের পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখে শিশুটি মঙ্গলবার দুপুরে মাছ ধরতে পুকুরে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা দুই ঘন্টা ব্যাপী খোজাখুজি করে না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নেন। হাসপাতালে নিলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষনা করে।
শিশুটির মামাতো ভাই রাকিবুল ইসলাম বলেন, আবাসনের পুকুরে মাছ মরে ভেসে উঠায় মাছগুলো ধরতে সে পানিতে নেমে নিখোঁজ হয়। অনেক খোজাখুজির দুই ঘন্ট পর তাকে পাওয়া যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। 
আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুল কাদের বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনা স্থলের উদ্দেশ্যে রওনা দেই। ঘটনাস্থলে পৌছার কিছু সময় পূর্বে  স্থানীয়রা তাকে উদ্ধার করে।  পানি থেকে শিশুটিকে তুলে হাসপাতালে নিলে আগেই সে মারা গেছে বলে চিকিৎসকরা জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *