কক্সবাজারের র‌্যাবের পৃথক অভিযানে করে ওয়ারেন্টভুক্ত দুইজন আসামি আটক।

জামাল উদ্দীন – কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাতি, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে এ সকল অপরাধে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।

২। এরই ধারাবাহিকতায় সিআর-৫২/১৯, ধারা-বন আইনের ২৬(১ক) মোতাবেক ওয়ারেন্টভুক্ত আসামী ওমর আলী এবং আনোয়ার হোসেন’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ২১/০২/২০২৪ তারিখ অনুমান ১০.১০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের চৌকস আভিযানিক দল কক্সবাজারের সদর থানাধীন খুরুশকুল ডেইলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ০১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ওমর আলী (৫০), পিতা-মৃত ইয়াছিন এবং পৃথক আরেকটি অভিযানে অদ্য ১১.৩৫ ঘটিকার সময় কক্সবাজার সদরের ঝাউতলা এলাকা থেকে একই মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী আনোয়ার হোসেন (২৭), পিতা-ওমর আলী, উভয় সাং-মধ্য মেধাকচ্চপিয়া, খুটাখালী ইউনিয়ন, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার’দ্বয়কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিজেদেরকে সংশ্লিষ্ট মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বলে স্বীকার করে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল বলে জানায়।

৩। গ্রেফতারকৃত আসামীদ্বয় সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজারের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *