জামাল উদ্দীন- কক্সবাজার
কক্সবাজারের সদর থানাধীন হামজার ডেইল চকরিয়া থানাধীন মধ্যম মেধাকচ্ছপিয়া মুসলিম বাজার এলাকায় পৃথক অভিযানে করেছে ওয়ারেন্টভুক্ত দুইজন পলাতক আসামী র্যাব-১৫
গত এরই ধারাবাহিকতায় জিআর-১১৮/১৪, প্রসেস নং-২৫৭/২২, ধারা-৩৫৩ পেনাল কোড ১৮৬০ মোতাবেক গ্রেফতারী ওয়ারেন্টভুক্ত আসামী আব্বাস’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ১৯/০২/২০২৪ তারিখ অনুমান ০০.৩০ ঘটিকার সময় র্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের চকরিয়া থানাধীন খুটাখালী মধ্যম মেধা কচ্চপিয়া মুসলিম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি কাজে বাধা ও সরকারি কর্মচারীদের উপর আক্রমণ সংক্রান্তে দায়েরকৃত মামলায় এক বছরের সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আব্বাস (৪০), পিতা-শহর মুল্লুক, সাং-মধ্যম মেধা কচ্চপিয়া, খুটাখালী, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করা হয়। এছাড়া র্যাব-১৫, ব্যাটালিয়ন সদর কর্তৃক কক্সবাজার সদর থানার মামলা নং-৫৬, তারিখ-২৪/০৫/২২, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ২০০০(সং-০৩) এর ৭/৯(খ) মোতাবেক শিশু অপহরণ ও ধর্ষণের চেষ্টা সংক্রান্তে দায়েরকৃত মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ মান্না (২২), পিতা-ইউসুফ, সাং-হামজার ডেইল, খুরুশকুল, ০৬নং ওয়ার্ড, থানা-সদর, জেলা-কক্সবাজার’কে গত রাত অনুমান ০১.৪৫ ঘটিকার সময় কক্সবাজার সদরের হামজার ডেইল এলাকা থেকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামীদ্বয় নিজেদেরকে সংশ্লিষ্ট মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বলে স্বীকার করে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল বলে জানায়।
গ্রেফতারকৃত আসামীদ্বয় সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।