কক্সবাজার জেলা সদর হাসপাতালের আর এম ও ডা. আশিকুর রহমান কর্তৃক লাঞ্চিত হয় বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি ও ঢাকা পোস্ট৭১ এর জেলা প্রতিনিধি সাংবাদিক নুরুল ইসলাম। জেলা সদর হাসপাতালে একজন প্রবাসী ফেরত অসুস্থ ব্যাক্তির প্রবাসী কল্যাণ ব্যাংক কর্তৃক চিকিৎসার অনুদানের জন্য আর এম ও কর্তৃক সত্যায়িত করতে গেলে সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তিনি এখন বের হয়ে যান বলে ধমকি দেন। তিনি পরে রুমে বসার স্থানে বসতে চাইলে বাহির হয়ে যাওয়ার জন্য ধমকি দেন এবং অত্যন্ত দুর্ব্যবহার করেন। আজ দুপুর ১২.৩০ মিনিটের সময় এ-ই ঘটনা ঘটে। যার কাজ মানুষের সেবা প্রদান করা তিনি যদি এভাবে দুর্ব্যবহার করেন তাহলে সাধারণ মানুষের সাথে কেমন আচরণ করেন এই ডা. আশিক?
এই ব্যাপারে কক্সবাজার সিভিল সার্জন ডা. নোবেল বড়ুয়ার সাথে কথা বললে তিনি বলেন, এমন দুর্ব্যবহার কখনো কাম্য নয় সাধারণ মানুষ হোক আর একজন সাংবাদিকের সাথে এমন আচরণ আমাকে মর্মাহত করেছে। এই ব্যাপারে হাসপাতালের তত্তাবধায়ক ডা. মং টিং নো এর সাথে যোগাযোগ করতে একাধিক বার ফোন করে বক্তব্য নেয়া সম্ভব হইনি।