- নুরুল ইসলাম কক্সবাজার
কক্সবাজার শহরের গোলদিঘির পাড় এলাকায় গতকাল সকাল ১০ ঘটিকার সময় মেহেদী হাসান প্রকাশ ছোহাদকে কৌশলে অপহরণ করে ৪-৫ জনের একটি কিশোর গ্যাং। তিনি টেকনাফ পুরান পল্লান পাড়া এলাকার ছেলে । মেহেদী হাসান (১৭) নামের এই কিশোর গতকাল কক্সবাজার সদর হাসপাতালে এক বন্ধুকে দেখতে আসেন। হাস্পাতাল থেকে ফেরার পথে কক্সবাজার গোলদিঘির পাড়ে বসলে কক্সবাজার বায়তুশ শরফ স্কুলের ড্রেস পরিহিত শাহিন শাহ নামের একজন তার পাশে বসে পরিচিত হন এবং কিছুক্ষণ পর তিনি ফোন করে ৩/৪ জনকে ডেকে তাকে তাদের আয়ত্ত নিয়ে মেরে ফেলার হুমকি প্রদান করে এবং কক্সবাজার গোলদিঘির পাড় রাখাইন ক্যাং এ নিয়ে যায়। পরে তাকে মারধর করে আইফোন এক্স কেড়ে নেই এবং প্রাণ নাশের হুমকি দিয়ে বাসায় ফোন দিয়ে ১ লক্ষ টাকা নেয়ার জন্য জোর করে। পরে তারা বিকাশ নাম্বারে ৩০০০০ ত্রিশ হাজার টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেন। প্রাণে বেচে তিনি কক্সবাজার মডেল থানায় বিষয়টি অবহিত করে। তার কথায় গুরুত্ব না দিলে তিনি হন্য হয়ে ঘুরতে থাকে পরে। তিনি একজন সাংবাদিকের সহায়তায় লিখিত অভিযোগ করে কিন্তু ঘতকাল পর্যন্ত পুলিশ গ্রেফতারে কোন কার্যকর পদক্ষেপ নেইনি। এই বিষয়ে কক্সবাজার মডেল থানার ওসি তদন্ত নসরুল হামিদ কে জানানো হলে তিনি সিসি টিভি ফুটেজ দেখে আসামি গ্রেফতারের চেষ্টা চালানোর কথা বলেন।