রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভা এলাকা থেকে গত (০২ মার্চ ২০২৪) বিকাল আনুমানিক ০৩:০০ ঘটিকায় বাইসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় কুখ্যাত চোর ও মাদক কারবারি পূর্বের ৬ টি চুরি মামলা ও ৫ টি মাদক মামলার আসামী কুড়িগ্রাম পৌরসভাধীন টেনারীপাড়া জলিলবিড়ি মোর এলাকার মোঃ রাজু মিয়া (৩০) কে চোরাইকৃত বাইসাইকেলসহ হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি পুলিশের টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামী কুড়িগ্রাম জেলায় কুখ্যাত চোর ও মাদক কারবারি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চুরি মাদকসহ ১১ টি মামলা রয়েছে। কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত রয়েছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।