গাইবান্ধা ফুলছড়ি উপজেলা,নির্বাহী কর্মকর্তা সাংবাদিককে হুমকি,

মো:জাহিদুল ইসলাম
গাইবান্ধা, সদর উপজেলা,

গাইবান্ধা ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, শাহরিয়ার রহমানের কাছে আজ,সোমবার, ৪ মাচ, অনুমানিক, দুপুর দুইটা বাজে তথ্য সংগ্রহ করতে গেল দুই সাংবাদিক,কঞ্চিপাড়া ডিগ্রী মহা বিশ্ববিদ্যালয়ে,গর্ভনিংবডি গঠনের অভিভাবক,সদস্য চূড়ান্ত করায়,তফসিল ঘোষণা করে।নির্বাহী কর্মকর্তা,যেহেতু মহাবিশ্ববিদ্যালয়, সভাপতি, তাই উক্ত তাফসিল ঘোষণা, বিষয় তথ্য সংগ্রহ করার জন্য,চারজন সাংবাদিক তার অফিসে গেলে, উপজেলা চত্বরে দাঁড়িয়ে বিষয়টা শুনেন , এক পর্যায়ে সংবাদিকের উপর চরাও হয়ে তুই তামারি মেজাজ দেখান,হুমকি ধামকি শ্যাডা ভাঙ্গে দিবে, সহ আরো অনেক ধরনের কথাবার্তা বলেন,তাহার আচরণে ফুলছড়ি বাসীর মানুষেকে তুচ্ছ তাছিল,হেও করে কথা বলতে দেখা যায়। এক পর্যায়ে এক সাংবাদিক প্রতিবাদ করলে তাকে কঞ্ছিপাড়া ডিগ্রি মহা বিশ্ববিদ্যালয়ের, চত্বর থেকে বের হয়ে যেতে বলে, ওখানে উপস্থিত ছিলেন দুইজন অভিভাবক ওতাদের সাথেও অনৈতিক আচরণ করেন , যাহা তুচ্ছ সাংবাদ প্রকাশে বাধা, সাংবাদিকের কাজে বাধা , এই কাজে অসন্তুষ্টিত হন সাংবাদিকেরা, এবং নিন্দা পোষণ করেন, বিষয়টা :নিয়ে দুঃখ প্রকাশ করেন সাংবাদিকেরা,এবং এবং ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকেরা,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *