সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি
২ মার্চ শনিবার গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ভবানীপুর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসনের উদ্যোগে
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে সড়ক ও জনপদে অবৈধভাবে দখলকৃত জায়গায় দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
এ উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া।
অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর সড়ক ও জনপদ বিভাগের উপ সহকারী প্রকৌশলী আতিকুজ্জামান জাওয়াত, সালনা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালেহ্ আহম্মেদসহ হাইওয়ে পুলিশ জয়দেবপুর থানা পুলিশের কর্মকর্তারা এই অভিযানের সহযোগিতা করেন।