মো:জাহিদুল ইসলাম,গাইবান্ধা সদর উপজেলা
গাইবান্ধা সদর ১১ নংগিদারী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড থেকে গোড়াইন পারবা গুড়িয়া বলাকার মোড় পঁচার কুড়া রাস্তা নিয়ে ভোগান্তি, সেখানে কমবেশি উন্নতি হলেও অবহেলিত ভাবে পড়ে আছে রাস্তা যার কারণে রাস্তায় চলাচল বন্ধ হাজারো মানুষ দুর্ভোগে পড়তেছে জরুরি ভাবে এ রাস্তাটির সম্পূর্ণ কাজ করার জন্য এলাকাবাসীর আবেদন রাস্তার বেহাল অবস্থা না দেখলে বিশ্বাস করা যায় না রাস্তা দুইপাশ ভেঙ্গে গিয়েছে মাঝ বরাবর চলে এসেছে অন্যদিকে অনেক কষ্ট করে চলাচল করছে স্কুল কলেজ মাদ্রাসার পড়ুয়া শিক্ষার্থীরা কোথাও কোথাও রাস্তা ভেঙ্গে চলে গিয়েছে নীচের জমিতে আবার বৃষ্টির কারণে নালায় পরিণত হয়েছে রাস্তাটি রাস্তার ধারে হাজার হাজার বাড়ি রয়েছে তাদের বেহাল অবস্থা কোন অসুস্থ রোগীকে নিয়ে যাওয়া অসম্ভব হয় হাসপাতালে রাস্তায় গাড়ি না চলার কারণে এমন সময় রোগী রাস্তায় অবস্থা খারাপ হয়ে যায় অনেকে বলেন কারো কারো ভ্যান অটো রিক্সা হয়েছে কিন্তু চলাচল করতে পারছে না যেগুলোর উপর রিজিক হয়েছে চলাতে পারছে না রাস্তায় হাজারো কষ্টে দিন কাটছে গিদারীর মানুষের