মো :জাহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার গাইবান্ধা সদর উপজেলা।
গাইবান্ধা নাকাই হাট গোবিন্দগঞ্জ সড়কে বৃহস্পতিবার রাতে নসিমন ভটভটি সংঘর্ষে আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।নিহত ব্যক্তিরা হলেন,নাকাইহাট ইউনিয়নের কুমারগাড়ি এলাকার মৃত্যু ভোলা মিয়ার ছেলে, আব্দুল মোতালেব,একই গ্রামের বুধা শেখের ছেলে সবুজ মিয়া ও মুজিবুর রহমানের ছেলে অটো রিসকা চালক আশরাফুল ইসলাম। প্রতিবেশী মনোয়ারুল ইসলাম বলেন,শুক্রবার গ্রামের মসজিদে ইফতার পার্টি ছিল।ইফতার সামগ্রী কিনতে ওই পাঁচজন নাকাইহাটে ইফতার কিনতে যান। এ সময়ে একটি মাটির পাতিল বোঝাই নসিমনের সাথে সংঘর্ষ হয়। এতে করে তারা গুরু তরে আহত হন, স্থানীয়রা তাড়াতাড়ি করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান।সেখানে নিয়ন্ত্রণে না আসায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জের ভারপ্রাপ্ত (ওসি) শামসুল আলম বলেন,হাসপাতাল থেকে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান,