মোঃ সানি জোবাইর রনি বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা দিঘীর কোণ এলাকায় জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্যসহ তিনজনকে মারধর করেছে প্রতিপক্ষরা।২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
আহতরা হল চরম্বা ইউনিয়নের আতিয়ার পাড়ার মৃত আবদুল আলমের পুত্র,স্থানীয় ইউপি সদস্য সৈয়দ হোসেন (৪৫), তার ছোট ভাই জহির হোসেন (২৮) এবং চরম্বা মাইজবিলা এলাকার আবদুর রহিমের পুত্র যুবলীগ নেতা খানে আলম (৩৫)।
বর্তমানে জহির হোসেন ও খানে আলমকে চমেকে প্রেরণ করা হয়েছে। সৈয়দ হোসেন মেম্বারকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম। তিনি জানান, ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।