জমি নিয়ে বিরোধ নিহত একজন বিচারের দাবিতে থানা ঘেরাও।

মো :জাহিদুল ইসলাম

গাইবান্ধা ফুলছড়িতে জমি নিয়ে সংঘর্ষ আহত একজন নূরনবী(৪৭) মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নরনবীর মৃত্যু হয়। এ ঘটনায় আব্দুল গোফফার ওজহুরুল নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।এ ঘটনায় মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে লাশ নিয়ে বিচারের দাবিতে এলাকাবাসী ও স্বজনরা ফুলছড়ি থানা ঘেরাও ঘরে।পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে,পরে উপজেলা পরিষদের সামনে এসে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন করে। এর আগে সোমবার সকালে নিজ এলাকায় প্রতিপক্ষের সংঘর্ষে আহত হন নূরনবী, পুলিশ ও স্থানীয়রা জানান,প্রতিবেশী মৃত্যু কাবিল মিয়ার ছেলে গোফফার মিয়ার সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরত চলে আসছিল নিহত নূর নবীর।প্রতিপক্ষ গোফাফার মিয়া উভয়ের মধ্যে সংঘর্ষ বাদে। এতে নূরনবী সহ কয়েকজন গুরু তোরে আহত হন,আহত নূর নবী মিয়া কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে নূর নবী মিয়ার মৃত্যু হয়। নিহতের স্বজনরা লাশ নিয়ে হত্যাকারীদের বিচারের লক্ষ্যে সকালে ফুলছড়ি থানায় গেলে, পুলিশের সাথে তাদের কথার কাটাকাটি হয়।এক পর্যায়ে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে, পরে লাশ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। কি ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে গতকাল সকালে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।এক পর্যায়ে দুই পরিবারের লাঠি সোটা ধারালো অস্ত্রধারা সংঘর্ষ তৈরি হয়। পরে থানা পুলিশ এসে নিয়ন্ত্রণে আনেন,এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন, দুই দলেই অভিযোগ দায়ের করেন ফুলছড়ি থানায় পরে নিয়তের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেন পুলিশ ও জড়িতদের গ্রেফতার করবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *