নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে ৫ হাজার পিস ট্যাপেন্টাডলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার বেলা ১১ টায় প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানান, গতকাল রাত ৯ টার দিকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জয়পুরহাট সদর থানাধীন দড়িপাড়া এলাকা থেকে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল মাদক ব্যবসায়ী ইখলাস কে গ্রেফতার করে। এ সময় তার সহযোগী রতন কৌশলে পালিয়ে যায়।
তারা দুজনেই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইখলাস সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। আসামী ইখলাস ও রতন সহযোগী হিসেবে কাজ করত বলে জানা যায়।
যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণে ইখলাসকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পরবর্তীতে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণে মাদক ব্যবসায়ী ইখলাস’কে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।