সুরুজ্জামান রাসেল
গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুর মহানগরের পূবাইল থানা পুলিশ
এসআই (নিরস্ত্র) হুমায়ুন কবির ও তার সঙ্গীয় এসআই (নিঃ) মোহাম্মদ শরিফুল আলম এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম মোঃ নজরুল ইসলাম (বিপি-৯৪১৩১৫৫০০১), মোঃ মোজাহার আলী (বিপি-৯২১১১৪৫২৪০) সহ অত্র থানা এলাকার ৪০ নং ওয়ার্ডে ২২ মার্চ শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করিয়া চোরাই মালসহ ৩ জন চোরকে গ্রেফতার করে পূবাইল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো,(১) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ইলামপাড়া গ্রামের মান্নান এর ছেলে মোঃ মারুফ (১৪). বর্তমানে জিএমপি
পূবাইলথানাধীন
৪২ নং ওয়ার্ডের, করমতলা এলাকায়
শাহাদত এর বাড়ীর ভাড়াটিয়া.( ২) নরসিংদী জেলার নরসিংদী থানার হাজীপুর মোল্লাবাড়ীর মৃত রমিজ উদ্দিন এর ছেলে মোঃ মজিবর (৬০).
এবং (৩) নরসিংদী জেলার নরসিংদী থানার হাজীপুর মোল্লাবাড়ীর মজিবর এর মেয়ে ও হাবিব এর স্ত্রী মোসাঃ সেলিনা আক্তার (৩৫).
বর্তমানে জিএমপি
পূবাইলথানাধীন
৪০ নং ওয়ার্ডের, মাজুখান এলাকায় রেলক্রসিং সংলগ্ন), থাকেন।
জিএমপি পূবাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান জানান, গাজীপুর মহাগনরের মাজুখান এলাকাস্থ ৩নং আসামী সেলিনার বসত বাড়ী হতে চোরাই মালামালসহ তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার পূর্বক থানায় হাজির হয়ে লিখিত এজাহার দায়ের করিলে পূবাইল থানার মামলা নং-০৮,তারিখ-২২/০৩/২০২৪ খ্রিঃ ধারা-৪১৩ পেনাল কোড ১৮৬০ রুজু করে উল্লেখিত চোরদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।