সুরুজ্জামান রাসেল,গাজীপুর
জিএমপি পূবাইল থানা পুলিশ শনিবার ১৭ ফ্রেরুয়ারি ২০২৪
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া
মামলা ১৮(২)২০, জিআর-৭৫/২০, প্রসেস নং-৩১৫/২৩ এর ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেন।
জিএমপি পূবাইল থানার কর্মরত এএসআই (নিরস্ত্র) সুমন মিয়া ও তার সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালিন এ অভিযান পরিচালনা করিয়া পূবাইল থানাধীন মাজুখান এলাকা হতে আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী
মাজুখান (পশ্চিমপাড়া চানখাড়ি বাড়ী সংলগ্ন) , জিএমপি পূবাইল থানাধীন পিতা মৃত শাহ জাহান এর ছেলে আয়নাল খান(৩২)। গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে তাকে সোর্পদ করেন।