ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসার মোহাম্মদ মুয়াজ মুনাওয়ার (১৪) নামে মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে মাদ্রাসার তাহীলি ক্যাম্পাস শাখার ভবনের চার তলায় একটা রুমে সিলিং ফ্যানের সাথে ওই ছাত্রের ঝুলানো মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম।
নিহত মুয়াজ মুনাওয়ার নড়াইল জেলার রঘুনাথপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে। এবং বাংলাদেশ মুসলিহীন শিল্পি গোষ্ঠীর সদস্য।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার তাহলী ভবনের চারতলায় নিজ থাকার স্থানে সিলিং ফ্যানের সাথে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।