ঝালকাঠির কাঠালিয়া উপজেলার রগুয়ার চর ৮ নং ওয়ার্ডের মোঃ শিমুল সিকদারের বসৎঘর ভাংচুর, অগ্নি সংযোগ ও হত্যার হুমকীর দেয়ায় তাদের বিরুদ্ধে ঝালকাঠি চিফ জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করা হয়েছে।
জানাগেছে, একই এলাকার মোঃ ফারুক সিকদার পিতা মৃত্যু আব্দুল আলী সিকদার, বেলায়েত সিকদার পিতা আব্দুল আলী সিকদার, মানিক পিতা আফছের মোল্লা, জোবায়ের পিতা মানিক, নাঈম পিতা বাবুল মোল্লা, জুনায়েদ পিতা মানিক মোল্লা ও তামিমসহ অচেনা আরো অনেকে। পরে মোঃ শিমুল সিকদারের ঘর বাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও হত্যার হুমকি দেয়ায় শিমুলের স্ত্রী বাদী হয়ে তাদেরকে আসামী করে ঝালকাঠি চিফ জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করেন। ছাড়াও গত শনিবার শিমুল ও তার স্ত্রী কে মারধর করায় কাঠালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
শিমুল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে প্রান ভিক্ষা চেয়েছেন।