মো:জাহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার গাইবান্ধা সদর উপজেলা।
গাইবান্ধা সদর উপজেলা ট্রেনিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)পণ্য নিতে গিয়ে ইউপি চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত হয়েছেন মুজাহিদ নামে এক ব্যক্তি। তার দাবি স্ত্রীর মানে টিসিবির কাঠের পণ্য নিতে গিয়ে ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নে হামলার শিকার হন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়। এই ঘটনার অভিযুক্ত হলেন ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মোসাব্বির হোসেন। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার বিকাল ৫ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়, ভুক্তভোগী মুজাহিদের অভিযোগ চেয়ারম্যান মোসাব্বির হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী মুজাহিদের উপর আতঙ্কিতভাবে হামলা চালান। এ সময় তাকে কিল ঘুসি মারতে থাকেন, একপর্যায়ে থাকি ইউনিয়ন পরিষদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। পরে তাকে উদ্ধার করে নিয়ে গাইবান্ধার জেনারেল হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা, এ ঘটনার বিচার চেয়ে মুজাহিদ একটি লিখিত অভিযোগ করেন গাইবান্ধা সদর থানায়। অভিযোগের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মাসুদ রানা বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।