ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকেসরিষাবাড়ী পৌর সভার সাবেক মেয়র রোকন অব্যাহতি।

জামালপুর সরিষাবাড়ী পৌর সভার সাবেক মেয়র রুকনুজ্জামান রোকন এর বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা হতে অব্যাহতি প্রদান করেছে ময়মনসিংহ সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল আদালত। আদালতের বিচারক মোহা.বজলুর রহমান এ আদেশ দেন । এসব তথ্য নিশ্চিত করেছেন সরিষাবাড়ী পৌর সভার সাবেক মেয়র রুকনুজ্জামান রোকন এর বড় ভাই সাইফুল ইসলাম টুকন ।

আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মালেক আকন্দ স্বাক্ষরিত রিকল সুত্রে জানা গেছে, চলতি বছরের গত ১৩ ফেব্রয়ারী ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনাল আদালত থেকে সরিষাবাড়ী পৌর সভার সাবেক মেয়র রুকনুজ্জামান রোকন কে জামিনে মুক্তি দেন।

পরবর্তীতে তার বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় বহাল গ্রেফতারী পরোয়ানা বিনা জারীতে আদালতে ফেরৎ পাঠানোর জন্য গত ২৫ ফেব্রয়ারী ইং তারিখে বিচারক (জেলা ও দায়রা জজ) সাইবার ট্রাইব্যুনাল ময়মনসিংহের মোহা: বজলুর রহমান স্বাক্ষরিত রিকল সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জারী করেছেন।

উক্ত মামলাটি ২০২০ ইং সালের ৫ আগস্ট উপজেলা যুবলীগের সদস্য ছামিউল হক বাদী হয়ে সরিষাবাড়ী থানায় এ মামলাটি দায়ের করেন।যার মামলা নং-০৩। মামলায় সরিষাবাড়ী পৌর সভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সহ সভাপতি রুকনুজ্জামান রোকন কে একক আসামি করা হয়।

উক্ত মামলার এজাহার সূত্রে জানা গেছে,সরিষাবাড়ী পৌরসভার মেয়র মো.রুকুনুজ্জামান রোকন তার ফেসবুক আইডি থেকে ২০২০ ইং সালের ৪ আগস্ট রাত ৮.২৭ মিনিটে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে লাইভে এসে তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এমপির বিরুদ্ধে মানহানি,সম্মান ও ভাবমূর্তি বিনষ্টমুলক কথা বলেন। এরই ধারাবাহিকতায় তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এমপির অনুসারী উপজেলা যুবলীগের সদস্য ছামিউল হক বাদী হয়ে সরিষাবাড়ী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র রুকুনুজ্জামান রোকন এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সরিষাবাড়ী থানায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। আমরা এখনও আদালতের রিকল পাইনি। রিকল পেলে আদালতের আদেশে বিনা পরোয়ানায় গ্রেফতারী পরোয়ানা ফেরত পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *