ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদ!

আব্দুর রশিদ ডোমার উপজেলা

নীলফামারীর ডোমারে ৫০ শয্যা বিশিষ্ট মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা ও দোকান ঘর উচ্ছেদ করেছে প্রশাসন। এ-কারণে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।

আজ সোমবার (১৯শে ফেব্রুয়ারী) সকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে ও পুলিশ সুপারের সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন—ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী সহ নীলফামারী জেলা ও ডোমার থানা পুলিশের সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ, নেসকো ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান, গত ৭ মাস ধরে উপজেলা ভূমি অফিস কর্তৃক অবৈধ স্থাপনা সরানোর জন্য বারবার নোটিশ প্রদানের পরেও এই অবৈধ স্থাপনার মালিকগণ কর্ণপাত না করায় আজ ভেকু মেশিন দিয়ে স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *