রোববার (২২ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় বালুর বাঁধ এলাকার চর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান,তিস্তা নদীর তীরে স্রোতে ভেসে এসে
মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় বালুর বাঁধ এলাকার তিস্তা মাঝের চরে ওই মরদেহ আটকে যায়। পড়ে স্থানীয়রা দেখে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মরদেহের হাত পেছনে বাঁধা ছিল এবং মুখমণ্ডল ছিল ঝলসে যাওয়া ও তার মেহেদী রাঙা হাতে লেখা ছিল ‘আই লাভ ইউ’।
দীর্ঘদিন পানিতে থাকায় মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি কেউ। তবে স্থানীয়দের ধারণা, মরদেহ উজান থেকে ভেসে এসেছে।
এ বিষয়ে থানা পুলিশের পক্ষ থেকে ওসি মাহমুদ উন নবী বলেন, স্থানীয়রা কেউ পরিচয় শনাক্ত করতে পারছে না। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।