মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
অন্তবর্তী সরকারের বেধে দেওয়া দ্রব্য মূল্য ও পণ্যের মান বজায় রাখতে তৃতীয় দিনের মতো বাজার মনিটরিং করেছেন নওগাঁর সাধারণ শিক্ষার্থীরা।
আজ সোমবার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিভিন্ন বাজার মনিটরিং করেছেন তারা।
নওগাঁ সদর বাজারে মনিটরিং করার সময় একজন শিক্ষার্থী হাবিবুল্লাহ জানান,আমরা দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও পণ্যের মান বজায় রাখতে তৃতীয় দিনের মতো বাজার মনিটরিং করছি।
আমাদের কার্যক্রম চলমান রয়েছ। আমরা অসাধু ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি বিভিন্ন নির্দেশনা দিয়েছি।
আজকের বাজার মনিটরিংয়ে সমন্বয়ক রিয়াদুস সালেহীনের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন।
এসব কাজের জন্য সকলে তাদের সাধুবাদ জানিয়েছে।