নাটোরে বিয়ের প্রস্তুতিকালে স্কুল পড়ুয়া ২ সমকামী ছাত্রী আটক,এলাকায় তোলপাড়

স্বাধীন আলম হোসেন,লালপুর নাটোর

নাটোরে বিয়ের প্রস্তুতিকালে স্কুলপড়ুয়া ২ মেয়ে সমকামীকে আটক করে সদর থানা পুলিশ।শুক্রবার (২৩শে ফেব্রুয়ারি-২৪) সন্ধ্যায় নাটোর সদর উপজেলার একডালা থেকে তাদের আটক করে পুলিশ। অপ্রাপ্ত বয়স হওয়ায় মেয়েদের অভিভাবকদের জিম্মায় দেয়া হবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
সমকামী ওই দুই জন হলেন, নাটোর সদর উপজেলার একডালা এলাকার আমিনুল ইসলামের মেয়ে সেতু খাতুন। সে একডালা মডেল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী এবং অপরজন সিলেটের কোতোয়ালি থানার সোবাহানী ঘাট এলাকার ফারুক আহমেদের মেয়ে তাবাসসুম জান্নাত। সে হযরত শাহজালাল দারুস সালাম ইয়াকুবিয়া মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী।
তাবাসসুম জানায়,৭ মাস আগে তাদের ফেসবুকে পরিচয় হয়। এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠ বন্ধু ও পরে সমকামিতার সিদ্ধান্ত নেয়। সেতু তাকে বিয়ে করার কথা বললে সে সিলেট থেকে সেতুকে বিয়ে করতে নাটোরে আসে।
সেতু জানায়,তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছে, তারা একসঙ্গে থাকবে।

এ বিষয়ে নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, তাবাসসুম শুক্রবার বিকেলে একডালা এলাকায় এসে সেতুকে বিয়ে করতে চাইলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা সন্ধ্যায় থানায় খবর দিলে পুলিশ তাদের নিয়ে আসে। দুই মেয়ের পরিবারের অভিভাবকদের হাতে তুলে দেয়ার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *