পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:

পাঁচবিবিতে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ১ শত ৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার দমদমা গ্রামের দীপেন্দ্র নাথ দাসের পুত্র শুভ মহন্ত (৩৫) ও আয়মারসুলপুর ইউনিয়নের পূর্ব কড়িয়া গ্রামের মৃত রজব আলীর পুত্র রাশেদ রানা (৩৫)।।

শুক্রবার( ৮ ই মার্চ) বিকেলে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার গভীর রাতে উপজেলার তিনমাথা মোড় এলাকায় অভিযান চালিয়ে ১ শত ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মাদকব্যবসায়ী শুভ এলাকার ১ জন চিহিৃত মাদক ব্যবসায়ী। সে রাশেদের মাধ্যমে সীমান্তের ভারত থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করত বলেও র‍্যাব জানাই।

পরবর্তীতে তাদরে বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *