পটুয়াখালী প্রতিনিধি
বাউফল পটুয়াখালী কালিশুরী ইউনিয়নের
সিংহেরা কাঠি ১ নং ওয়ার্ডের মোঃ জামাল সরদারের মেয়ে সাথী বেগম কে
দুই বছর আগে পরিপূর্ণ ভাবে বিবাহ দেন
কেশবপুর ইউনিয়নের ভরীপাশা গ্রামের আব্দুল জলিল মৃধার
ছেলে মোঃ ওমর ফারুক কের কাছে।
মোঃ জামাল সরদার অভিযোগ করে বলেন
আমার মেয়ে সাথী বেগমকে দুই বছর আগে বিবাহ দেই
বিয়ের পর থেকে আমার মেয়ে সিথী বেগমের সাথে
বিভিন্ন ভাবে ঝগড়া ঝাঁটি করেন
সাথী বেগমের মা শিল্পী বেগম বলেন।
১৮/২/২০২৪ তারিখ আমার মেয়ের জামাতা ওমর ফারুক মোবাইল ফোন দিয়ে বলে আপনার মেয়েকে পাওয়া যাচ্ছে না।
সাথী বেগমের মা শিল্পী বেগম বলেন আমি খবর শুনে দিশা হারা হয়ে গেছি
এ বিষয়ে আমি আইনগতব্যবস্থা নিব।
সাথী বেগম পিতা মোঃ জামাল সরদার বলেন আমার মেয়েকে স্বর্ণ অলংকার ও ফার্নিচার সহ অনেক টাকার মাল সাবানা দিয়ে আমার জামাতা ও আত্মীয়-স্বজনের মন পাইনি তাই এ বিষয়ে আমি যেকোনো ব্যবস্থায় নিতে বাধ্য থাকিব।