লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন স্টপেজ বরাদ্দ পেলেও স্টপেজ বরাদ্দ পায় নি লালমনিরহাটের আদিতমারী উপজেলা।
আগামী মঙ্গলবার (১২ মার্চ) বুড়িমারী – ঢাকা রুটের Burimari Express – আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস উদ্বোধন হতে চলেছে ।
বুড়িমারী এক্সপ্রেসটি গাইবান্ধা, বগুড়া রুটে চলাচল করবে।
ট্রেনটি পাটগ্রাম, বড়খাতা, হাতিবান্ধা, তুষভান্ডার,লালমনিরহাট, কাউনিয়া, গাইবান্ধা, বোনারপাড়া, বগুড়া, সান্তাহার, নাটোর, ঈশ্বরদী বাইপাস বিমানবন্দরে বিরতি প্রদান করবে।
আদিতমারী উপজেলার সাধারণ মানুষের প্রশ্ন, কেন ‘বুড়িমারী এক্সপ্রেস’ আদিতমারী উপজেলা রেলস্টেশনে থামবেনা? যদি ‘বুড়িমারী এক্সপ্রেস’ একটি ইউনিয়নে থামতে পারে, তাহলে উপজেলায় নয় কেন?
বাংলাদেশ রেলওয়ের এমন সিদ্ধান্তে হতাশ আদিতমারী উপজেলাবাসী।
আদিতমারী উপজেলাবাসীর দাবি একটা, অবিলম্বে ‘বুড়িমারী এক্সপ্রেস’-এর আদিতমারীতে যাত্রা বিরত দিতে হবে।