নাজমুস সাকিব, ঝিনাইদহ :
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সাতব্রীজ বাজারের পাশে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে মাটি ব্যবসায়ী বসির উদ্দীনকে গত ২২শে ফেব্রুয়ারী বৃহস্পতিবারে এক লাখ টাকা জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপমা রায়।
বৃহস্পতিবার দুপুরে সাতব্রীজ বাজার এলাকার মাঠে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন । এ সময় ভ্রাম্যমাণ আদালত ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ সংশোধিত আইন ২০২৩ এর ১৫(১) ধারায় মাটি বিক্রেতা বসির উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করেন। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে ২৩শে ফেব্রুয়ারী শুক্রবার ভোর থেকে আবারও সক্রিয় হয়ে ওঠে মাটি ব্যবসায়ী বসির।
কোন এক অজানা শক্তিতে জরিমানার টাকা পুষিয়ে নিতেই ভূমি দস্যু বসির দুই টা ভেকু দিয়ে মাটি কাটা কর্মযোগ্য চালাচ্ছে ।
এব্যাপারে হরিণাকুণ্ডু উপজেলা নিবার্হী কর্মকর্তা আক্তার হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়ের ফোনে একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।