মাদকদ্রব্য সহ মাদক বিক্রেতা গ্রেফতারঃ

আব্দুল লতিফ সরকার,আদিতমারী প্রতিনিধিঃ

পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থানা পুলিশের অভিযান টিম এর এসআই মোঃ আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ লালমনিরহাট তিস্তা গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা এলাকা হইতে আসামী ১. মোঃ ইব্রাহীম আলী @ হৃদয়(২৫), পিতা-মোঃ আঃ সোবহান, মাতা-গোলাপজান বেগম ,স্থায়ী: (সাং-পূর্ব চলবলা) , উপজেলা/থানা- কালীগঞ্জ, জেলা –লালমনিরহাটকে ১০ (দশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ হাতে নাতে গ্রেফতার করেন।
একই এলাকায় অপর অভিযানে এসআই আমিনুল ইসলাম ১ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ আসামী ১. মোঃ জুয়েল রানা (২৮), পিতা-মোঃ নছর উদ্দিন , মাতা-মৃত: কুলসুম ,স্থায়ী: গ্রাম- ছোট খাটামারী, উপজেলা/থানা- ভূরুঙ্গামারী, জেলা -কুড়িগ্রাম, ২. মোঃ সানি আহম্মেদ @ওয়ামিন(২০), পিতা-মোঃ তোফায়েল হোসেন, মাতা-মৃত: সেলিনা বেগম, ,স্থায়ী: গ্রাম- ছোট খাটামারী, উপজেলা/থানা- ভূরুঙ্গামারী, জেলা –কুড়িগ্রাম, দ্বয়কে হাতে নাতে গ্রেফতার করেন।
মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদক মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *