লিয়াকত আলী লালমনিরহাট(আদিতমারী) প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারীর ভাদাই ইউনিয়নের টেপাটারী গ্রামে মাদক সেবনের টাকাকে কেন্দ্র করে বাড়িতে আগুন লাগিয়ে দেয় এক যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, অসীম(২০), পিতঃ অন্জন, ছোট থেকে নানা বাড়িতে থাকেন। দীর্ঘদিন থেকে অসীম মাদকের সাথে জড়িত। রবিবার (৩ মার্চ)রাত ১০ টায় নানি সাবিত্রির কাছে টাকা চেয়ে ব্যর্থ হলে বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে নানিকে আঘাত করতে যায়। প্রাণের ভয়ে নানি সাবিত্রি রাণী অন্যের বাড়িতে আশ্রয় নেয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছে।
আদিতমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আনুমানিক রাত ১১ঃ৩০ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আদিতমারী পুলিশ প্রশাসন ঘটনাস্থান পরিদর্শন করেন এবং কর্তব্যরত পুলিশ কর্মকর্তা জানান, তদন্ত সাপেক্ষে আননানুগত ব্যবস্থা নেওয়া হবে।