রংপুরে মোটর মালিক সমিতির নেতাকে লক্ষ্য করে গুলি, আটক ৩

রংপুরে মোটর মালিক সমিতির নেতাকে লক্ষ্য করে গুলি

মোঃ আফ্ফান হোসাইন আজমীর, রংপুর প্রতিনিধিঃ

রংপুর জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সম্পাদক আফতাবুজ্জামান নিপনকে বহন করা প্রাইভেট কার লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রবিবার রাত ১০ টার দিকে রংপুর নগরীর ব্যস্ততম এলাকা কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৩ জনকে আটক করেছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। গুলির বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটান পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) আবু মারুফ হোসেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান নিপন প্রাইভেট কার নিয়ে বাসায় ফেরার পথে রাত আনুমানিক ১০ টার দিকে নগরীর কামার পাড়াস্থ ঢাকা কোচ স্ট্যান্ড পার হয়ে একশ গজ সামনে গেলে তার প্রাইভেট কার লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়। পর পর কয়েকটি গুলি করলে গাড়ির সামনের কাঁচসহ গাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগস্ত হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ক্রাইম) আবু মারুফ হোসেন জানান, ঘটনার পর পরেই তিনিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে। ঘটনাস্থলসহ আশে পাশের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *