রংপুর বিভাগ সমিতি থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র

শহিদুল ইসলাম রংপুর 

উত্তরের জনপদের পিছিয়ে পড়া মানুষগুলোর অর্থ সামাজিক উন্নয়ন বৈষম্য দূরীকরণের লক্ষ্যে পাশাপাশি পারস্পারিক সম্প্রীতির সেতুবন্ধন তৈরি করার নিমিত্তে রংপুর বিভাগ সমিতি ঢাকা এর যাত্রা শুরু। তবে আওয়ামী ঘরোয়া আমলা এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিমের বন্ধু পরিচয়ধারী সাবেক সচিব নুরুল ইসলামের মদদে সিন্ডিকেটের গুটিকয়েক সদস্য সমিতির গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিয়ে সমিতিকে রামরাজত্বে পরিণত করেছে।

সমিতি এখন তাদের আয়ের একমাত্র প্রধান উৎস বানিয়ে নিয়েছেন অনেক সদস্য। এদের ভিতর অন্যতম হলেন- সোহেল রানা, হাবিল রানা, বড়দা ভূষন রায় লিটন সহ আরও বেশ কয়েকজন। নুরুল ইসলাম ১৮ সালের অবৈধ নির্বাচনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন, সেই অবৈধ নির্বাচন পরিচালনার মাস্টারমাইন্ডদের ভিতর তিনিও ছিলেন অন্যতম।

সমিতির কাজ জনকল্যাণমূলক হওয়ার কথা থাকলেও এই সমিতির কাজ হলো কোন দপ্তর কে ভালো পদায়ন পেলো তা খুঁজে বের করা এবং ফেসবুকে পোস্ট দেয়া।

এছাড়াও সমিতির পূর্ব অনুমতি ছাড়াই এই চক্রের কাজ হলো ফুল দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অভিনন্দন জানানো এবং পরবর্তীতে তার ছবি ব্যবহার করে প্রতারণা চালিয়ে যাওয়া। এছাড়াও সোহেল রানা, হাবিল রানা, বরদা ভূষন রায় লিটন সমিতিকে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ আওয়ামী আমলাদের সাথে সখ্যতা তৈরি করে নিজেদের সুবিধা নিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *