কালীগঞ্জ ( প্রতিনিধি) লালমনিরহাট
লালমনিরহাটের কালীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১০৪ বোতল ফেনসিডিল ও দুই কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য অধিদপ্তর। সোমবার আনুমানিক দুপুর ২টার দিকে কালিগঞ্জ উপজেলার কাকিনা মহিপুর সড়কের সিরাজুল মার্কেট এলাকার জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে অভিযান চালিয়ে ১০৪ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজা সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন বিপ্লব মিয়া (৩২) ফরিদা বেগম (৩০) সোনা বানু (৩৬)লামনিরহাট মাদকদ্রব্য অধিদপ্তর এর পরিদর্শক হেলাল উদ্দিন জানান গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার কাকিনা রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে ১০৪ বোতল ও দুই কেজি গাঁজাসহ হাতিবান্দা থানার কাশিম বাজার ভোলাডাঙ্গা এলাকার আব্দুল হাকিমের ছেলে বিপ্লব মিয়াসহ ফরিদা বেগম ও পৃথক অভিযানে সোনা বানুসহ তিন মাদক কারবারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তাদের সাথে আর কে কে জড়িত আছে তা তদন্ত করে মোট পাচ জনের নামে কালীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।