লালমনিরহাটে সাবেক দুই এমপি মতিয়ার ও সফুরা সহ ৯৯ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের। 

এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট। 

 

লালমনিরহাট-সদর ৩ আসনের সাবেক এমপি এ্যাড.মতিয়ার রহমান ও সাবেক এমপি এ্যাড. সফুরা বেগম রুমিসহ ৯৯ আ’লীগ নেতা কর্মীর বিরুদ্ধে দুইটি দ্রুত বিচার আইনে মামলা দায়ের। সদর উপজেলার মহেন্দ্রগর ও হারাটী ইউনিয়ন বিএনপি অফিস ভাংচুর,অগ্নী সংযোগ ও লুটতারাজ ঘটনায় এ মামলা। হারাটী ও মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আব্দুল হাকিম খান ও আব্দুল ওহাব মন্ডল বাদী হয়ে এ মামলা দায়ের করে। দ্রুত বিচার আইনে  মামলার মধ্যে হারাটী ইউনিয়ন বিএনপি অফিস ভাংচুরের মামলাটি বুধবার দুপুরে আদালতের বিচারক দ্রুত বিচার আইনে সদর থানার অফিসার ইনচার্জ কে রেকর্ডভুক্ত করতে নির্দেশ দেন। বাকী মামলাটির আদেশ ৪ সেপ্টেম্বর বলে আদালত সূত্রে জানাগেছে। অভিযোগে জানায়,আসামীরা গত ২০২৪ সালের ৫ জুলাই রাত ১০টার সময় হারাটী ইউনিয়ন বিএনপির অফিসে প্রবেশ করে ভাংচুর ও অগ্নী সংযোগ করে লুটপাট করে। অপর দিকে ২০২৪ সালের ৬ জুলাই রাত ৯টায় মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি অফিসে ভাংচুর করে। অগ্নীসংযোগ করে লুটপাট করে নিয়ে যায়। এই দুই ঘটনায় আইন শৃংক্ষলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোধন-২০১৯) এর ৪/৫ ধারায় মামলা দায়ের করা হয়। মামলায় ৯৯জন নামীও আসামী ছাড়াও আরো ৪শত জন অজ্ঞাত ব্যাক্তির নামে মামলা দায়ের হয়েছে। মামলার আসামীরা হলেন আ’লীগ নেতা তাহমিদুল ইসলাম বিপ্লব, জেলা যুবলীগ সভাপতি মোড়ল হুমায়ন কবির,যুবলীগ নেতা আমিনুল ইসলাম খান, অধ্যাপক মোঃ সাজ্জাত হোসেন শিমুল, জাপা নেতা আশরাফুল আশেকিন রতন, বড়বাড়ী আইর খামারের এস,এম আশরাফুল হক মিঠু, মোঃ কাশেম আলী ডিলার, সুমন সওদাগর, আপেল খান, এ্যাডভোকেট রকিবুল ইসলাম খান রুকু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড. শরিফুল ইসলাম রাজু, জাপা নেতা আব্দুস সালাম সরকারসহ ৯৯জন নামীয় আসামী রয়েছে। লালমনিরহাট জেলা আ’লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ আরো ২টি মামলা দায়ের করা হয়েছে। জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড.মতিয়ার রহমান জানান, দায়েরকৃত মামলা গুলো মিথ্যা ও রাজনৈতিক হয়রানি মুলক মামলা। সদর থানার অস{ফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, আদালত থেকে মামলা গুলোর আদেশ থানায় এলে দ্রুত ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান অপর দিকে মামলার বাদী পক্ষের আইনজীবি হুমায়ন কবির রেজা স্বপন জানান, আমরা আদালতে মামলা করেছি ন্যায় বিচার পাওয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *