লালমনিরহাট থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী গ্রেফতারঃ

আব্দুল লতিফ সরকার,স্টাফ রির্পোটারঃ

পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থানা পুলিশের অভিযান টিম এর এসআই মোঃ মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ লালমনিরহাট থানাধীন ৮নং গোকুন্ডা ইউনিয়নের তিস্তা দালালপাড়া মৌজাস্থ তিস্তা বাস স্টান্ড বাজার হইতে পূর্ব দিকে তিস্তা বাস স্টান্ড টু রাজারহাট, কুড়িগ্রাম গামী পাকা রাস্তা সংলগ্ন মিথীলা চাউলঘর এর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১. মোঃ রজব আলী (৪০), পিতা-মৃত কাশেম আলী, মাতা-মৃত রহিমা বেগম , ঠিকানা: স্থায়ী: গ্রাম- কিসামত ঢঢগাছ (ইউপি-মহেন্দ্রনগর) , উপজেলা/থানা- লালমনিরহাট সদর, জেলা –লালমনিরহাট কে হাতে নাতে গ্রেফতার করেন।
মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *