এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট।
বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মোজাফফর হোসেন (৪৮) নামে একজন ভারতীয় নাগরিককে আটক করেছে ২৫ সেপ্টেম্বর রাতে ভুরুঙ্গামারী দলভিটা নামক স্থান থেকে তাকে আটক করে ১৫ বিজিবি। আটক মোজাফফর হোসেন কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মাদারগঞ্জ এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
১৫ বিজিবি প্রেস নোট সুত্রে জানা যায়, বিজিবি প্রতিষ্ঠালগ্ন হতে বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ ও মাদক নির্মূলসহ অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ২০১৫ ঘটিকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ বাগভান্ডার বিওপি কমান্ডার গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সীমান্ত পিলার ৯৫৭/এমপি এর নিকট দিয়ে ০২ জন ভারতীয় নাগরিক অবৈধভাবে অনুপ্রবেশ করে আনুমানিক
৬০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে ভোটহাট বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে বাগভান্ডার বিওপির নিয়মিত টহল দল বর্ণিত এলাকায় গমন করে দলভিটা নামক স্থানে (থানা-ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম) উক্ত ০২ জন ভারতীয় নাগরিককে দেখতে পেয়ে তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় তারা বাংলাদেশী নাগরিক উক্ত বাজারে ঔষুধ ক্রয় করার জন্য এসেছে। পরবর্তীতে তাদেরকে চ্যালেঞ্জ করা হলে ০১ জন দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় এবং অপর জনকে আটক করা হলে সে ভারতীয় নাগরিক মোঃ
মোজাফ্ফর হোসেন (৪৮), পিতা-মোহাম্মদ আলী, গ্রাম-মাদারগঞ্জ, পোষ্ট-কালামাটি, থানা-সাহেবগঞ্জ, জেলা-কুচবিহার বলে স্বীকার করে। উক্ত আটককৃত ভারতীয় নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের পূর্বক ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যপারে ১৫ বিজিবি ব্যটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী বলেন আমরা সিমান্তে কঠোর ভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছি, কেউ যেন অবৈধ ভাবে সিমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে ও ভারত থেকে কেউ যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে।