সুন্দরগঞ্জে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার আটক ৫.

মো:জাহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার গাইবান্ধা সদর উপজেলা।

গাইবান্ধা সুন্দরগঞ্জ মাঠের হাট শ্মশান চৌকিদারের ঘাট এলাকায় ধান ক্ষেত হইতে আব্দুল আউয়াল মিয়ার (২৫) নামের এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেন থানা পুলিশ।এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহ ৫ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার ১৪ ই মার্চ স্থানীয়দের সংবাদ ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।আউয়াল মিয়া গাইবান্ধা সদর উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নের হাফিজারের ছেলে, আউয়াল মিয়া পেশায় একজন ফ্লাক্সিলোড ব্যবসায়ী ছিলেন।এ ঘটনার সাথে জড়িত সন্দেহ জিজ্ঞাসাবাদ পাঁচজনকে আটক করেন। আটককৃতরা হলো : মো:জাকির হোসেন মো:জুয়েল মিয়া মো: লিটন মো: রাসেল ও’খলিল মিয়া, জানা গেছে বুধবার গভীর রাতে পর্যন্ত আব্দুল আউয়াল বাড়ি না ফিরায় পরিবারের লোকজন খোঁজা খুঁজি শুরু করে। পরের দিন বৃহস্পতিবার সকালে,এক প্রতিবেশী ধান ক্ষেতে পানি দিতে গিয়ে এক যুবকের মরদেহ পড়ে আছে দেখে।পরে ঘটনা স্থলে পুলিশকে খবর দিলে ততক্ষণে পুলিশ পরিদর্শন করে লাশ উদ্ধার করে মর্গে নিয়ে যান। নিহতের পিতার নাম, হাফিজার রহমান বলেন প্রতিদিন ১০টা থেকে 11 টার মধ্যে বাড়িতে চলে আসেন সে। বুধবার রাত ২ টা পর্যন্ত বাড়িতে না ফেরায় দোকানে খুঁজতে গিয়ে দেখে দোকান বন্ধ ও তার হাতের ফোন বন্ধ। সারারাত খোঁজার পর সকালে তার লাশ পাই।তার বাবা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি জানান। এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবু আলম রানা বলেন, আউয়াল নামে এক যুবকের লাশ উদ্ধার করে গাইবান্ধা মরর্গে পাঠান।তদন্ত করে খুনিদের আইনের আওতায় আনবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *