সুরুজ্জামান রাসেল,গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রী সাথে অভিমান করে স্বামী গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন।
কালিয়াকৈর থানার(ওসি)অপারেশন জোবায়ের আহমেদ ঘটনাটি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার ২২ ফ্রেরুয়ারি দুপুরে কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকা থেকে এ মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির হলেন টাঙ্গাইল জেলার ভূয়াপু্র থানার চরভদ্রশিমুল গ্রামের মজিদ খাঁ’র ছেলে হুমায়ুন খাঁ(২৬)।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, হুমায়ুন খাঁ জীবিকার তাগিদে টাঙ্গাইল জেলা থেকে স্ত্রী সন্তান নিয়ে কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকায় মান্নানের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন। তবে বিয়ের পর থেকেই স্ত্রী শিউলির সাথে পারিবারিক কলহ দ্বন্দ্ব লেগে আছে। কিছুদিন আগেও স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রী শিউলি বেগম। অন্যত্র বাসা ভাড়া করে বসবাস করে থাকেন হুমায়ুন খাঁ স্ত্রী। হুমায়ুন খাঁ তার স্ত্রী শিউলি বেগমকে বারবার ফিরে আসতে অনুরোধ করেও তার স্ত্রী না আসায় রাতে কোন এক সময় ঘরের সাঁতির সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয় লোকজন থানা পুলিশকে ঘটনাটি জানালে, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
কালিয়াকৈর থানার(ওসি)অপারেশন জোবায়ের আহমেদ জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত দেহটি উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।