![](https://ltvnews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
লিয়াকত আলী লালমনিরহাট(আদিতমারী) প্রতিনিধিঃ
![](https://ltvnews24.com/wp-content/uploads/2024/03/4e42489c-08ed-4eb1-905f-26bc6741d6ce-1024x575.jpeg)
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় স্বামীর নির্য়াতনে স্ত্রী তাহমিনা আক্তার (১৯) এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত তাহমিনা আক্তার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের তাহের আলীর মেয়ে ও একই উপজেলার মহিশামুড়ি এলাকার আব্দুর রহমানের পুত্র আলমগীর হোসেনের স্ত্রী।
এলাকাবাসী সুত্রে জানা যায়, নিহত তাহমিনা, আলমগীর হোসেনের ৩য় স্ত্রী। তাহমিনা আক্তার বাবার বাড়িতে থাকতেন। গত বুধবার (০৬ মার্চ) আলমগীর হোসেন শ্বশুর বাড়িতে স্ত্রী’র কাছে যান। সে সময় তাহমিনার বাবা-মা কেউ বাড়িতে না থাকায়, স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বির্তক হয়। এক পর্যায়ে, স্বামী আলমগীর হোসেন গাছের ডাল দিয়ে স্ত্রী কে আঘাত করলে স্ত্রী’র মাথা ফেটে যায় এবং রক্তাক্ত অবস্থায় স্ত্রী তহমিনা আক্তার জ্ঞান হারিয়ে ফেলে।
পরে স্থানীয় লোকজন তহমিনাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন। মেডিকেলে ভর্তিরত অবস্থায় গত বৃহস্পতিবার তাহমিনা মারা যান। তখন থেকে আলমগীর হোসেন পলাতক রয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।