জামাল উদ্দীন -কক্সবাজার প্রতিনিধি
গত ২০ ফেব্রুয়ারি ২০২৪খ্রিঃ রাত সাড়ে ১১টারদিকে যানবাহনযোগে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের হোয়াইক্যং নয়াপাড়ায় চেকপোস্ট বসিয়ে এএসআই ফরিদুল আলমের নেতৃত্বে প্রাইভেট কার (রেজিঃ নং- বগুড়া-গ-১১০০৬৭) থামিয়ে তল্লাশী চালানোর এক পর্যায়ে গাড়িতে অভিনব কায়দায় লুকানো ৮হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।এসময় মাদক কারবারী হ্নীলা ইউপির পশ্চিম সিকদার পাড়ার জকির মিস্ত্রীর ছেলে মোহাম্মদ সোহেল (২০) কে গ্রেফতার করে তার ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
এ বিষয়ে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ওসি মোঃ কাইয়ুম উদ্দিন জানান, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, স্থানীয় সুত্রমতে ধৃত মাদক কারবারীর পিতা একজন কাঠ মিস্ত্রী। ছেলেরা মাদক কারবার করে টাকা-পয়সার মালিক হলে পিতা হ্নীলা ষ্টেশনের ফুটপাট এলাকায় রোহিঙ্গাদের পণ্য বিক্রি সাইন বোর্ড দিয়ে মাদক কারবারী ছেলেদের প্রশাসনের ধর-পাকড় থেকে বাঁচানোর জন্যনপাহারাদার হিসেবে কাজ করে।
তার ছেলেরা এবং ভাতিজারা মিলে গড়ে তোলে ভাই সিন্ডিকেট। তাদের রয়েছে কাভার্ডভ্যান, প্রাইভেট কার ও বেশ কয়েকটি একই মডেলের মোটর বাইক। তা নিয়ে বিভিন্ন কৌশলে মাদক কারবার চালিয়ে আসছে।
কিছুদিন আগে চট্টগ্রামে এই সিন্ডিকেটের সদস্য ধৃত সোহেলের বোন জামাই হারুন ইয়াবাসহ আটক হয়৷ স্থানীয় বিশেষ প্রভাবশালীদের সাথে এই চক্রের যোগসাজশ এবং পাহারাদাার থাকায় প্রশাসনের অভিযানে সহজে আটক হয়না।
ধৃত ব্যক্তিকে রিমান্ডডে নিয়ে এই সিন্ডিকেটের সবাইকে আইনের আওতায় আনার জোর দাবী উঠেছে।