সুরুজ্জামান রাসেল,গাজীপুর
গাজীপুর মহানগরের সদর থানার আতিক হত্যা মামলার প্রধান আসামীকে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামীর দেওয়া তথ্য মতে ২ রাউন্ড গুলি সহ পিস্তল উদ্ধার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।
গত রবিবার (১৮ ফেব্রুয়ারী) আসামীর দেওয়া তথ্য মতে ডিবির আভিযানিক টিম আসামীর বাড়ির নির্মানাধীন বিল্ডিং এর মেঝের বালুর নিচে লুকায়িত রাখা লাল শপিং ব্যাগের ভিতর পলিথিনে মোড়ানো একটি পিস্তল উদ্ধার করে। জিএমপির মিডিয়া শাখা উক্ত তথ্য প্রদান করে।
গাজীপুর মহানগরীর সদর থানার আদাবৈ এলাকার নেক্সট এক্সপার্ট জোন লিঃ এর মেইন গেটের সামনে জুটের মাল পিকআপ গাড়িতে তোলার সময় আঃ লতিফের ছেলে মাসুমের নেতৃত্বে একদল সন্ত্রাসী হাতে পিস্তল, চাপাতি, ছেন, চাইনিজ কুড়াল, রাম দা ইত্যাদি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আতিককে লক্ষ্য করে গুলি করলে আতিকের কোমরের বাম পাশের পিছন দিক দিয়ে ঢুকে সামনের দিক দিয়ে বাহির হয়ে যায়। পরবর্তীতে আতিক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আতিকের স্ত্রী খাদিজা আক্তারের এজাহারের প্রেক্ষিতে রুজু হওয়া জিএমপি সদর থানার মামলা-২৮, তাং- ১৮/০৬/২০২৩ ইং চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী মোঃ মাসুম(৩৫) গত মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারী) গাজীপুরের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। পরবর্তীতে পুলিশ মামলার আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ০৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে আদালত ৪৮ ঘন্টার রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ রিমান্ডে মাসুম চাঞ্চল্যকর তথ্য প্রদান করে এবং তার কাছে অস্ত্র আছে বলে স্বীকার করেন।
এসংক্রান্তে গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, আসামী মাসুমকে ০২ দিনের রিমান্ড শেষে রুজু হওয়া মামলায় গ্রেফতার দেখাইয়া আদালতে পাঠানো হয়েছে।