নামুজা (বগুড়) প্রতিনিধি:
বগুড়া শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ধারিয়া গাংগইট যুবসমাজের কর্তৃক আয়োজিত নকআউটন লাকি সেভেন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২১ ফেব্রুয়ারি বুধবার বিকেলে ধারিয়া গাংগইট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কিচক ইউনিয়ন আওয়ামীলীগ এর উপদেষ্টা এম আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণী করেন কিচক ইউপি চেয়ারম্যান এ, বি,এম, নাজমুল কাদির শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আলা উদ্দিন মন্ডল, সোহেল রানা সভাপতি ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ, সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ, খায়রুল ইসলাম সাবেক সভাপতি কিচক দ্বি মুখি উচ্চ বিদ্যালয়, এস আই হাসান সহ অনেকেই। খেলায় অংশ গ্রহণ করেন কিচক ফ্রেন্ডস ক্লাব বনাম বাশিলাপাড়া ফুটবল একাদশ। খেলায় কিচক ফ্রেন্ডস ক্লাব স্ট্রাইকার জুম্মানের জোড়া গোলে বাশিলা ফুটবল একাদশ কে হারিয়ে কিচক ফ্রেন্ডস ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
সেরা গোলদাতা কিচক ফ্রেন্ড ক্লাবের স্ট্রাইকার জন্মান, সেরা গোলরক্ষক তানভীর, সেরা খেলোয়াড় তাকওয়া,
ম্যাচ রেফারি আহসান হাবিব বুলবুল, সহকারী রেফারি মোঃ পুটু মিয়া এবং মোস্তফা কামাল, ধারা বিবরণী মোঃ আশিক, খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে একটি খাসি এবং রানার আপ দলের হাতে একটি রাজহাঁস পুরস্কৃত করেন