আব্দুল লতিফ সরকার,আদিতমারী প্রতিনিধিঃ
“আয়রে নবীন তরুণ দল মাদক ছেড়ে মাঠে চল” স্লোগানে লালমনিরহাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে লালমনিরহাট জেলা প্রশাসন আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, লালমনিরহাট জেলাকে মাদকমুক্ত করার প্রয়াসে এবং যুব সমাজকে খেলাধূলায় আগ্রহী করার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও একটি মননশীল সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন লালমনিরহাট কর্তৃক ১৮ থেকে ২৯ ফেব্রুয়ারী, কালেক্টরেট মাঠে গ্রুপ এ, গ্রুপ বি এর দলসমূহে মোট ছয়টি দলের অংশগ্রহণ ( সদর উপজেলা, আদিতমারী উপজেলা, হাতিবান্ধা উপজেলা, লালমনিরহাট পৌরসভা, কালীগঞ্জ উপজেলা, পাটগ্রাম উপজেলা) নিয়ে আজ থেকে শুরু হলো জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট।
খেলা চলাকালীন সময়ে প্রধান অতিথি লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মতিয়ার রহমান উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি সফুরা বেগম রুমি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, মোগলহাট ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান,
জেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক আবু আহাদ খন্দকার লেনিনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় লালমনিরহাট সদর উপজেলা আদিতমারী উপজেলাকে-৩ গোলে হারিয়ে বিজয়ী হয়।