মো:মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর প্রতিনিধি
“খেলাধুলায়নড়াইলের খেলা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকা। প্রধান অতিথি হিসেবে খেলোয়ারদের সাথে পরিচিতি গ্রহন করেন এবং খেলার উদ্বোধন করেন অ্যাডিশনাল ডিআইজি পিআইবি তদন্ত দিনাজপুর জেলার মোঃ মাহফুজ্জামান আশরাফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেয়াজুল করিম রেজা চৌধুরী ও জগৎপুর কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাসুদুর রহমান পলাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ সপু আহমেদ ও সদস্য সচিব মোহাম্মদ নাসিম। ৪র্থ ম্যাচে খেলতে নামেন বগুড়া খেলোয়ার কল্যাণ সমিতি বনাম চিরিরবন্দর উপজেলা খেলোয়ার সমিতি। দুই দলে ১-১ করে গোল দেয় বগুড়ার তানভির ও চিরিরবন্দরের রানা। খেলাটি ড্র হলে ট্রাইবেকারে ৫-৪ গোলে জয়লাভ করে চিরিরবন্দর উপজেলা খেলোয়ার সমিতি। রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন প্রধান রেফারী মোঃ ওবায়েদুর রহমান, সহকারী রেফারী সুজিত, মতিউর, ডালিম, ম্যাচ কমিশনার এসএম রাজিব। খেলার ধারভাস্কক বর্ণনা করেন এসএম রফিক। ভিডিও ধারণ করেন বীরগঞ্জ শরিফ ভিডিও। আজ বুধবার বিকাল ৪টায় প্রতিদিনের মতো ফুটবল টুর্নামেন্টে খেলবেন দিনাজপুর বড়মাঠ বনাম ফুলবাড়ী ফুটবল একাদশ। প্রধান অতিথি অ্যাডিশনাল ডিআইজি পিবিআই তদন্ত দিনাজপুর মোঃ মাহফুজ্জামান আশরাফ উদ্বোধন করতে গিয়ে বলেন, হারিয়ে যাওয়া এককালের জনপ্রিয় ফুটবল খেলাকে পৌর কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকা গত ৯ বছর ধরে সক্রিয় করে রেখেছেন এবং ফুটবল দর্শক পিপাসুদের ফুটবলের পিপাসা মিটিয়ে যাচ্ছেন। উক্ত ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহন করছেন ১৬ টি ফুটবল দল।