মো:জাহিদুল ইসলাম,গাইবান্ধা সদর উপজেলা
গাইবান্ধা সাঘাটায় ভাগ্নের বিয়ে বাড়িতে এসে মারামারি পরবর্তী মারামারি থামাতে গিয়ে প্রতিপক্ষের ধাক্কায় খালা রওশআরা নামে এক বিদ্ধর মৃত্যু হয়েছে (৬৫)পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় সাঘাটা উপজেলা ঘুড়িদহ ইউনিয়ন যাদুর তাইড় চৌধুরীপাড়া গ্রামের মৃত্যু ওহাবের ছেলে রাশেদ মিয়ার বিয়ের অনুষ্ঠানে আসেন মদনের পাড়া গ্রামের মৃত্যু কুদ্দুস মিয়ার স্ত্রী রওশনারা উস্ত বিয়ে অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমের একটি প্লাগ হারিয়ে যায় এতে করে সন্দেহ করা হয় একই গ্রামের রফিকুল মিয়ার ছেলে কে এতে করে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় পরের দিন ২২ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বিকেল ৪টায় রফিকুলের ছেলে সমাপ্ত ইসলামের আত্মীয় হান্নান মুন্সি শরিফুল সহ ১০/১২জনের একদল ক্ষিপ্ত হয়ে লাঠি ধারালো অস্ত্রধারা হামলা করে রাশেদ মিয়ার বাড়িতে এই সময় বাধা দিলে সজোরে ধাক্কা দিলে খুটির মধ্যে পড়ে যায় এতে করে সাঘাটায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরবর্তীতে অবস্থা অন্যরকম হতেই শহীদ যে মেডিকেল হাসপাতালে নিয়ে যান সেখানে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সাঘাটা অফিসার ইনচাস মমতাজুল হক বলেন একটু অভিযোগ পেয়েছি পরবর্তী তদন্ত করে দেখবে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ, রওশআরার পরিবার জানিয়েছেন তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলা হয়েছে বলে জানান তার পরিবার এদিকে আবার শরিফুল হান্নান মুন্সি জানান রওশআরা অসুস্থ ছিল সেজন্য মারা গিয়েছেন বলে যানান এই মৃত্যুতে শোকের ছায়া পড়ে যায় এলাকায় হাজারো মানুষে দেখতে আসেন এবং ভিড় জমে