মো:জাহিদুল ইসলাম
গাইবান্ধা সাদুল্লাপুর রফিকুল আকন্দ ও সালমা বেগমের সন্তান পোশাক শ্রমিক হযরত আলী (২২) মা বাবার স্বপ্ন ছিল ছেলেকে হেলিকপ্টার করে বিয়ে করাবেন। সেই স্বপ্নই আজ বাস্তব হল, যেমন স্বপ্ন তেমন কাজ শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ করলেন হযরত আলী, এদিকে হেলিকপ্টার করে আসবেন বর খুশিতে আত্মহারা মেয়ের বাবা-মা মেয়ের মা শেফালী বেগম বলেন আমরা গর্বিত যে আমার মেয়েকে হেলিকপ্টার করে করে মেয়েকে নিতে এসেছে,আরো বলেন যৌতুকবিহীন এই বিয়ে টা সম্পূর্ণ হচ্ছে। এ বিষয়ে বরের বাবা এনামুল হক ও সালমা বেগম বলেন আমাদের আর কোন ছেলে নেই আমাদের স্বপ্ন ছিল ছেলেকে হেলিকপ্টার করে বিয়ে করাবো, এই ইচ্ছা পূরণ করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। এই ধারা বিগতায়, আজ ০৩/০৫/২০২৪ইং শুক্রবার বিকালে আকাশ পথে হেলিকপ্টার নিয়ে বিয়ে করলেন হযরত আলী। হযরত আলী ছিলেন ঢাকার একটি শিল্প পোশাক শ্রমিক,হেলিকপ্টার দেখে কয় এলাকার মানুষ ভিড় জমে যায়, মাঠের চতুরপাশে, এবং সবাই গর্ববোধ করে যে আমরা আনন্দিত এরকম হঠাৎ করে পোশাক শ্রমিক হেলিকপ্টারে বিয়ে করবে আমরা সবাই দোয়া করি তার দাম্পত্য জীবন যেন সুখে হয়।