সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ রাশেদ মিলন।
সারা দেশের ন্যায় আশাশুনি রিপোর্টার ক্লাব মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। মঙ্গলবার একুশে ফেব্রুয়ারি রাত
বারোটা এক মিনিটে উপজেলা শহীদ স্মৃতিসৌদ চত্বরে শহীদ মিনারে ভাষা শহীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে পুষ্পমাল্য অর্পণ করেন আশাশুনি রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এম এম সাহেব আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আওয়ামী লীগ নেতা পরেশ অধিকারী, যুবলীগ নেতা লিটন, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দিন সহ আশাশুনি রিপোর্টার্স ক্লাবের কর্মকর্তা সদস্যবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ।