কালিগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালিত

মো: আলাউদ্দীন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় সহকারী অধ্যাপক ও সাংবাদিক মো: নুরুল আমিনের সঞ্চালনায় অধ্যক্ষ মো: আব্দুল কাদীর হেলালীর উপস্থিতিতে অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ, চিত্রাঙ্কন, কবিতা, হামদ-নাত, দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার সহকারী অধ্যাপক মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মো: আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক মো: জুবাইর ইসলাম, আরবি প্রভাষক শহিদুল্যাহ, সহকারী অধ্যাপক মো: মিজানুর রহমান, সহকারী শিক্ষক মো: আসাদুল্লাহ, নুর ইসলাম, আ: মাজিদ, আরিফ বিল্লাহ, রেখা খাতুন, সুমাইয়া, আ: সালাম, সালমা পারভীন, হোসেন আলী, মো: আবু বক্কর সিদ্দিক, জি এম শফিকুল ইসলামসহ মাদ্রাসার এবতেদায়ী শ্রেণী থেকে ফাজিল পর্যায়ের ছাত্র-ছাত্রী প্রমুখ।

দিবসটির সাথে সঙ্গতি রেখে বিভিন্ন কর্মসূচি পালন করেন, কৃষ্ণনগর আঞ্চলিক প্রেস ক্লাব, রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয়, কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, নেংগী মাধ্যমিক বিদ্যালয়, চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়, মানপুর মহিলা দাখিল মাদ্রাসা, মোহাম্মদনগর দাখিল মাদ্রাসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *