গোপালগঞ্জে শান্তিপূর্নভাবে মিছিল মিটিং করার নির্দেশ দিলেন জেলা আওয়ামীলীগ কোন রকম অস্ত্র প্রদর্শন করা যাবে না।

মোঃ শিহাব উদ্দিন,গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে ১১ই আগষ্ট সকাল ১১টার সময় এক জরুরী সভায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত ঘোষনা করা হয়।

গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক এর সাক্ষরীত প্রেস বিজ্ঞপ্তিতে গোপলগঞ্জের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সকল উপজেলা/ পৌর আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠন এর সকল স্তরের নেতা কর্মীদের নির্দেশনা দেওয়া যাচ্ছে যে, আপনারা যাঁরা মিছিল মিটিং করবেন সেটা হতে হবে শান্তিপূর্ণ।
কোন রকম দেশীয় অস্ত্র প্রদর্শন করা যাবে না। সড়ক অবরোধ করে কোন মিছিল মিটিং করা যাবে না। মানুষের জীবনযাত্রার বিঘ্নিত হয় এমন কোন কর্মসূচি নেওয়া যাবে না। এই কয়দিন ঘটে যাওয়া শান্তি পুর্ন সমাবেশ গতকাল কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটছে যেটা কোন ভাবে মুজিব আদর্শের সৈনিকদের কাম্য নয়। মনে রাখবেন রাষ্ট্রের আইন সৃঙ্খলা বাহিনী আমাদের শত্রু না।
তাদের প্রতি কোন প্রকার শক্তি প্রদর্শন করা যাবেনা। গতকাল সেনাবাহিনীর সঙ্গে ঘটে যাওয়া সকল প্রকার অঘটনের জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এরকম কোন অঘটন ঘটলে তার দায়িত্ব জেলা আওয়ামী লীগ বহন করবে না। আমরা তাকে দুষ্কৃতকারী হিসাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবো।
আপনারা জেনে খুশি হবেন যে, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ভালো আছেন। আমাদের সঙ্গে তার যোগাযোগ হয়েছে তিনিও এই নির্দেশনা দিয়েছেন। শান্তিপূর্ণ সভা-সমাবেশ যাতে কোনরকম বিশৃঙ্খলা না হয় সেই জন্য সকলের প্রতি তিনি অনুরোধ করেছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দীন আজম এই প্রেস বিঞ্জপ্তি সকল সংগঠনের নেতা কর্মীদের মধ্যে মিটিং করে প্রকাশ করতে নির্দেশনা দিয়েছেন।
জেলা আওয়ামী লীগের এই সভায় ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস প্রতিবারের ন্যায় এবারো পালন করা হবে বলে প্রকাশ করেন দলের নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *