রাসেদ বিল্লাহ চিশতীঃ
বন্যায় নোয়াখালীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
অনেকের বাড়িঘর ভেসে গেছে। অনেকেই পানিবন্দি হয়ে রয়েছেন। জনসাধারণের মাঝে খাদ্য সংকট দেখা দেয় প্রকটভাবে।
আজ (৪ সেপ্টেম্বর) বুধবার নোয়াখালী সদর উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের জামাল নগরে দুইশো পঞ্চাশ জন হত দরিদ্রদের মাঝে আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী অপরাধ তদন্ত সংস্থার সদর উপজেলার সভাপতি সামাজিক ব্যাক্তিত্ব ও সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী
মোঃ সালা উদ্দিন। ত্রান সামগ্রী বিতরণ করতে এসে সাংবাদিকদের কে তিনি বলেন,
নোয়াখালীতে বন্যায় পানি বন্দী মানুষের জন্য খাবার সরবরাহ করতে পেরে আমি সত্যিই আনন্দিত হয়েছি। বন্যার্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণে দলমত নির্বিশেষে সকল শ্রেণিপেশার মানুষ এগিয়ে আসা উচিত।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী মানবাধিকার কমিটি নোয়াখালী জেলা সভাপতি কাজী শিব্বির আহমেদ পৃথক বিবৃতিতে বলেন, নোয়াখালীতে ভয়াবহ বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
বন্যায় সাধারণ মানুষ, রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন দাতা সংস্থা ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। আমরাও দাদপুর ইউনিয়নে অসংখ্য বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমাদের সদর উপজেলা শাখা সভাপতি মোঃ সালা উদ্দিন প্রতিদিনই দান অনুদান দিয়ে আসছে। খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে। এবারের বন্যা আমাদের বিপর্যস্ত করে তুলেছে।