চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ।

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার (২১ ফেব্রুয়ারী) সকাল ৮ টায় শহরের শহীদ মনিমুল হক সড়কে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশন এর সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রভাতফেরী সহকারে শহরের বিভিন্ন সড়ক ঘুরে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে।

এসময় কর্মসূচিতে অংশ নেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.রুহুল আমিন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, সহ সভাপতি ডা.গোলাম রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন,জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক ডা. দুরুল হোদা, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, জেলা কৃষক লীগের সাবেক সহ সভাপতি আব্দুল হাকিমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *